
পঞ্চগড়ে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই দানেশ (৫৩) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (৩০ ডিসেম্বর)দুপুরে বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দানেশ ওই এলাকার মৃত খতির উদ্দিনের ছেলে। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক নামের একজনকে আটক করেছে পুলিশ।সে নিহত ব্যক্তির সৎ ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দানেশ পিতার জমি তার নামে লিখে ও দখল করে নেয়ায় দুই ভাইয়ের মাঝে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এমতাবস্থায় শনিবার দানেশের বাড়িতে যায় আবু বক্কর সিদ্দিক। জমি ফেরত চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে দানেশ’কে। এতে গুরুতর আহত হয় দানেশ।পরে স্থানীয় ও পরিবারের লোকজন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল নেয়ার পথে সে মারা যায়। এ বিষয়ে বোদা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক, দানেশ নামের একজন নিহত ও একজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা। ধারালো ছুরি দিয়ে কুপানো হয়েছিল তাকে। প্রাথমিক সুরতহাল শেষ করে মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।