
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক মুলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক “জনসচেতনতামুলক প্রশিক্ষণ ” অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে(১৯ অক্টোবর) বৃহস্পতিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর আশুগঞ্জের আয়োজনে ও উপজেলা প্রশাসন আশুগঞ্জের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত জনসচেতনতামুলক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহি কর্মকর্তা সহকারী কমিশনার(ভুমি) কাজি তাহমিনা শারমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আমির আলী,আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠক ফরহাদ ভূইয়া,সংগঠক সাদ্দাম হোসেন,সংগঠক সানাউল্লাহ, সংগঠক শোভা বেগম,সংগঠক শিরিনা বেগম প্রমুখ ব্যক্তিবর্গ।
বক্তারা জনসচেতনতামুলক বিভিন্ন বিষয় যেমন বাল্য বিবাহ,ইভটিজিং, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষার বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও বক্তারা বর্তমান সরকারের আমলে যুবকদের আত্মকর্ম সংস্থানের পরিধি বৃদ্বি পাওয়ায় এবং সরকারী বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে যুব সমাজের ব্যাপক উন্নয়নের প্রসার ঘটেছে বলে জানান।
ভবিষ্যতে যুবকরা আরো এগিয়ে যাবে বলে ও বক্তারা উল্লেখ করেন। এ জন্য তারা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ তার দীর্ঘায়ু কামনা করেন।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি।