
আগামী ০২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরিদপুর আগমন উপলক্ষে ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের আহবায়ক সাঈদ উদ্দিন সাঈদের সভাপতিত্বে আজ শনিবার বেলা ১১ টায় শহরের স্বপ্ন ছোঁয়া কমিউনিটি সেন্টারে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র অমিতাভ বোস, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মৃধা , যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পি সহ এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ বর্ধিত সভায় বক্তারা বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপি- জামায়াতের নানামুখী ষড়যন্ত্র চলছে। বক্তারা আগামী ২ জানুয়ারী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।