
কুমিল্লার ময়নামতি এলাকায় ৬০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার ( ৩০ ডিসেম্বর ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খায়রুল আলম।
তিনি জানান, ( ৩০ ডিসেম্বর) দুপুরে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখাচর নামক স্থানে চেকপোস্ট করাকালীন নাম্বার বিহীন একটি সিএনজিকে সিগনাল দিলে সিএনজি চালক পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এসআই আশরাফুল আলম সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় সিএনজি চালক মো. কবির(৪০) নামে একজন কে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি করে সিএনজি’র পিছনের ইঞ্জিনের সাথে একটি প্লাস্টিকের বস্তার ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি সিএনজি উদ্ধার করা হয়।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে