
পটুয়াখালী প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী প্রেস ক্লাবের আয়োজনে ৩০ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী প্রেস ক্লাবের ড.আত্হার উদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।এ সভা টি পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যার্নাজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃজাকারিয়া হৃদয়। উক্ত সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, গোলাম কিবরিয়া ও মোঃ জাকির হোসেন এবং নবনির্বাচিত সভাপতি মোঃ জাফর খান, সাবেক সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ। সভা শেষে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এর হাতে বর্তমান কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব হস্তান্তর করেন।