ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নওগাঁ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতিকের পক্ষে প্রচার কার্যক্রম চালানোর সময় আত্রাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল (৫৮) এর ওপর হামলার ঘটনা ঘটেছে। তাঁর পিঠে ধারালো ছুরি দিয়ে বেশ কয়েকটি কোপ দিয়েছেন হামলাকারী ব্যক্তিরা। এ সময় হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনগণ।

গতকাল শনিবার সকাল আনুমানিক ৯ টার দিকে আত্রাই উপজেলা সদরের সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আটক ব্যক্তির নাম শামীম হোসেন ওরফে সানী (২৮)। তাঁর বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায়।

গোলাম মোস্তফা বাদল জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুকের ট্রাক প্রতিকের নির্বাচনী সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। এখানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

হামলার তথ্য নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, শনিবার সকাল আনুমানিক ৯ টার দিকে আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বাদল সাহেবগঞ্জ বাজারে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে গোলাম মোস্তফার ওপর অতর্কিত হামলা চালায়। গোলাম মোস্তফার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন শামীম হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আহত গোলাম মোস্তফাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন বলেন, গোলাম মোস্তফা ভোটের শুরু থেকেই তাঁর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। তিনি নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করছেন। শনিবার সকালে আরও কিছু কর্মী-সমর্থক নিয়ে আত্রাই উপজেলা সদরের সাহেবগঞ্জ এলাকায় প্রচারণা চালাচ্চিলেন। এ সময় দুই-তিনটি মোটরসাইকেলে করে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। তাঁর পিঠে ধারালো ছুরি দিয়ে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে।

ওমর ফারুকের অভিযোগ, ‘হামলাকারীরা নৌকার প্রার্থীর ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী। কয়েক দিন রানীনগরে প্রচারণা চালাতে গিয়ে নৌকার প্রার্থীর কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় আমার ছয় কর্মী আহত হন। নাম উল্লেখ করে মামলা করার পরও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী বলেন, যারা হামলা করেছে, তারা ভাড়াটিয়া গুন্ডা বাহিনী। কে বা কারা তাদের ভাড়া করেছে, পুলিশই ভালো বলতে পারবে। এখন কেউ একটা অভিযোগ করলে করতেই পারেন। কিন্তু সেটার সত্যতা কতটা রয়েছে, সেটা জনগণই বিচার করবেন। আমাদের ভাড়া করে কাউকে মারার কোনো প্রয়োজন নেই।

শেয়ার করুনঃ