
কুড়িগ্রামে চোরাই সেচ পাম্পসহ চোর সিন্ডিকেট দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মিডিয়া মো. রুহুল আমীন।
তিনি বলেন, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানাধীন খামার আন্ধারীঝাড় গ্রামের মোছাঃ আফরোজা বেগম এর গত ( ২৭ ডিসেম্বর ) রাতে তার বসত বাড়ীর সামনে পুকুর পাড়ে থাকা বৈদুতিক একটি সেচ পাম্প চুরি হয়। এই সংক্রান্তে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করা পর তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান পরিচালনা করে হারিয়ে যাওয়া সেচ পাম্পটি উদ্ধারসহ চোর সিন্ডিকেট দলের ২ সদস্য ভূরুঙ্গামারী চর বারুইটারী গ্রামের মো. রিয়াজুল ইসলাম (৩০) এবং খামার আন্ধারীঝাড় (বৈরাগীটারী) গ্রামের মো. মজনু মিয়া (১৯) নামে দুইজন কে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলার নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে