
রাজকীয় কায়দায় রাজশাহীর বাগমারায় সুজন পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বৃহস্পতিবার বিকেল চারটায় শিক্ষার্থীরা বিশেষ কায়দায় তৈরী তলোয়ার উঁচিয়ে গার্ড অফ অনার এবং ঘোড়ায় চড়িয়ে প্রিয় শিক্ষককে বাড়ী পৌঁছিয়ে দেন।
এর আগে বিদ্যালয় চত্বরে বাংলাদেশ টাকশালের সিনিয়র পরীক্ষক এমরান হোসাইন এর সঞ্চালনায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি মর্জিনা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, প্রাক্তন শিক্ষার্থী মামুন অর রশীদ, নিতাই চন্দ্র, আনিসুর রহমান প্রমুখ।