
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের কুনার পাড়া গ্রামে কহিনুর আক্তারের করা আদালতের মামলার কনিচা আক্তার নামের এক মহিলা থানা পুলিশকে সাক্ষী দেওয়ায় হামলার শিকার হয়েছেন কনিচার নিরপরাধ স্বামী অসহায় দিন মুজুর নুরুল হাকিম (৩০) সে ওই এলাকার বাচা মিয়ার ছেলে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বর্তমানে নুরুল হাকিম নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
স্থানীয় সর্দার মতলব ও ওয়ার্ড মেম্বার মনিরুল আলম জানান সবজি ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনায় প্রভাবশালী ফজল করিম গং থানায় ও অসহায় কহিনুর আক্তার আদালতে মামলা দায়ের করেন। আদলতে করা মামলা পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে আসলে ঘটনার বিষয়ে পুলিশকে সাক্ষী দেন কনিচা। এইজন্য ক্ষিপ্ত হয়ে ফজল করিম কনিচাকে না পেয়ে তার স্বামী ওই এলাকার জাফরের বাড়িতে হাকিম কাজ করারত অবস্থায় তাকে সেখানে গিয়ে ব্যাপক মারধর করেন। এ বিষয়ে জাফর ও তার স্ত্রী এই প্রতিবেদককে জানিয়েছেন আমার বাড়িতে ঢুকে নুরুল হাকিমকে মারধর করে হত্যার উদ্দেশ্য গলা চেপে ধরলে আমরা ফজল করিমের হাত থেকে রক্ষা করি। কহিনুর আক্তারের স্বামী মোঃ ইউনুছ জানান, এছাড়াও গত কাল প্রভাবশালী ফজল করিম ও মহি উদ্দিন আমার বাড়ীতে ইটের কনা নিক্ষেপ ও আমাদের অশালীন ভাষায় গালি ও মেরে ফেলার হুমকি দেয়।
এ বিষয়ে জনতে চাইলে ফজল করিম নুরুল হাকিমকে মারধরের কথা স্বীকার করলেও হত্যার হুমকি, বাড়ীতে ইটের কনা নিক্ষেপের কথা অস্বীকার করেন।
এমতাবস্থায় কহিনুর ও তার পরিবার অসহায় এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।