হবিগঞ্জের মাধবপুর উপজেলার ডাকবাংলোর ভিতরে পাখিদের অভয়ারন্যের গাছ কাটার ভিডিও ধারণের সময় মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি ও দৈনিক কালবেলার মাধবপুর উপজেলা প্রতিনিধি মুজাহিদ মসির উপর পৌর মেয়রের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৯শে ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাক বাংলো এলাকায় পাখিদের অভয়ারণ্যের গাছ কাটার সময় ভিডিও ও ছবি ধারণ করতে গেলে মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক ও তার লোকজন সাংবাদিকের উপর হামলা করে মোবাইল ছিনিয়ে নিয়ে নিয়ে যায়।
সাংবাদিক মুজাহিদ মসি বলেন ,স্থানীয় বেদে সম্প্রদায়ের লোকজনকে নাগরিকত্বসহ অন্যান্য সুবিধা না দেয়ায় আমি একাধিকবার নিউজ করে মেয়রকে সরকারি তদন্তের মুখোমুখিতে আনায় তিনি আমার উপর ক্ষিপ্ত ছিলেন। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের জেরে আমার সাথে এমন ব্যবহার করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে মাধবপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক বলেন,
মোবাইল ওসি সাবের মাধ্যমে ফেরত দেওয়া দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, মোবাইলটি উদ্ধারের জন্যে সেকেন্ড অফিসার এসআই শামস ই তাব্রিজকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডিএফও ড. জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার ডাকবাংলো এলাকাটি সংরক্ষিত, তাই এলাকার আশেপাশে গাছ কাটা নিষেধ। গাছ কাটার ছবি তোলায় সাংবাদিক মুজাহিদ মসির উপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটি তদন্তের দাবি রাখে।