
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা পুলিশ লাইন্স ফোর্সের ব্যারাক পরিদর্শন করেন। ফোর্সের ব্যারাক পরিদর্শনকালে পরিস্কার পরিছন্নতার জন্য তাৎক্ষণিকভাবে নগদ ও আর্থিক পুরস্কার প্রদান করেন।
এসময় পুলিশ সুপার ডেঙ্গু প্রতিরোধে ব্যারাকসহ সকল স্থাপনার আশেপাশের আগাছা পরিস্কার ও বসবাসের ব্যারাকে সকলকে পরিস্কার পরিছন্নতার সাথে বসবাস করার নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান; সদর পুলিশ ফাড়ির পরিদর্শক হোসেন আল মাহবুব, ইনচার্জ, ;চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের আরআই মোঃ আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।