
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ২৪ দিনের আইনি লড়াই শেষে নড়াইল-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়ে ট্রাক প্রতিক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটুকে ট্রাক প্রতিক বরাদ্দ দেন।
সৈয়দ ফয়জুল আমির লিটু নিজেই প্রার্থিতা ফেরত এবং ট্রাক প্রতিক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো: ইকবাল কবির এবং বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ আইনানুযায়ী সৈয়দ ফয়জুল আমির লিটুকে মনোনয়ন গ্রহণ এবং প্রতিক বরাদ্দের আদেশ দেন। প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর নড়াইলের রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন যাচাই-বাছাইকালে এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ কয়েকটি জটিলতায় লিটুর প্রার্থিতা বাতিল করেন। গত দু’দিন আগে ২৬ ডিসেম্বর অপর স্বতন্ত্র প্রার্থী লায়ন মো:নূর ইসলাম প্রার্থীতা ফিরে পেয়ে ঈগল প্রতিক পেয়েছেন।
নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনে মোট ৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন এর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্ত্তজা (নৌকা),
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপি’র মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো: লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো: মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র প্রার্থী লায়ন মো: নূর ইসলাম (ঈগল), এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নড়াইল জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া- নড়াইল সদরের একাংশ) আসনে দুটি পৌরসভা ও ২০ টি ইউনিয়নের মোট ভোটার ৩,৬৫,৭২৯ জন। এর মধ্যে ১,৮১,৯৯০ পুরুষ ভোটার ও ১,৮৩,৭৩৬ জন মহিলা ভোটার রয়েছেন।