
কুলা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ২ আসনে বিকল্পধারার প্রার্থী আমিনুল ইসলাম বুলু।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে নওপাড়া ইউনিয়নের জয়বাংলা বাজারে বুলু নির্বাচনি এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় বিকল্পধারার নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন সুরুজ জমাদার,আল আমিন জমাদার, সুমন, ফাহিম জমাদার, শাহালম মেলকার প্রমুখ।
তিনি জয়বাংলা বাজার সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি এ সময় পথচারী,সবজি বিক্রেতা ও দোকানিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময করেন এবং কুলা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।