
রাজশাহীর বাগমারায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের পাঁচ হাজার নারী-পুরুষের হাতে পূজার উপহার তুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর/২০২৩ ইং সকাল সাড়ে আট ঘটিকায় উপজেলার শিকদারী সালেহা ইমারত কোল্ড স্টোরেজ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ এনামুল হক উপস্থিত থেকে এ ধুতি ও শাড়ী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ ।