ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

জনগণ পাতানো নির্বাচনের ফাঁদে পা দেবে না:- ডা.শাহাদাত হোসেন

 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচনের নামে দেশে এখন চরম তামাশা চলছে। অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছে। নির্বাচন কমিশনাররা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চেয়ে এক ডিগ্রি বেশি কথা বলেন।
তাদেরকে হাছান মাহমুদের চাইতেও বেশি আওয়ামী অনুগত বলে মনে হয়। কোন আসনে কে নির্বাচন করবে তাও ঠিক করে দিয়েছে কমিশন। যাকে রাখার দরকার তাকে রেখে বাকীদের মনোনয়ন বাতিল করে দিয়েছে। এ রকম প্রহসনের নির্বাচন খেলা বন্ধ করুন। অবিলম্বে পদত্যাগ করুন। তা না হলে জনগণ আপনাদের ছাড়বে না। জনগণ পাতানো নির্বাচনের ফাঁদে পা দেবে না।
তিনি বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে চান্দগাঁও বাহির সিগনাল এলাকায় সরকার পতনের একদফা দাবি ও ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জনে অসহযোগ আন্দোলনের সমর্থনে জনমত তৈরির লক্ষ্যে চান্দগাঁও থানা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।
তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় ব্যবসায়ী, গার্মেন্টস শ্রমিক, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে আসন ভাগাভাগির একতরফা ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সদস্য মাহবুবুল আলম, আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন সম্পাদক আব্দুল আজিজ, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, মহানগর বিএনপি নেতা জসিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবু বক্কর রাজু।
তাছাড়া অসহযোগ আন্দোলনের সমর্থনে সকালে রিয়াজুদ্দিন বাজার এলাকায় চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্ক‌রের নেতৃ‌ত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, দেশের জনগণ একতরফা পাতানো নির্বাচন বর্জন করছে। অবৈধ সরকার ও নির্বাচন কমিশন দেশে তামাশার যে নির্বাচনের আয়োজন করেছে, জনগণ তাতে সাড়া দিচ্ছে না। যে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হয়ে আছে, সে নির্বাচন নিয়ে ভোটারদের ন্যূনতম আগ্রহ নেই। বিএনপি ও সমমানা দল যে আন্দোলন করছে সে আন্দোলন ন্যায়সঙ্গত। সরকারের সব রাষ্ট্রীয় ষড়যন্ত্র মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে। তিনি বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন আলকরণ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম মিয়া, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু ফয়েজ, বিএনপি নেতা জসিম উদ্দিন, মো. এমরান, মহানগর যুবদলের মো. বেলাল, মাঈনুদ্দীন খান রাজিব।
এছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবদুস সাত্তার, এসকে খোদা তোতন, নাজিমুর রহমান, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এরশাদ উল্লাহ, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, বিএনপি নেতা খোরশেদ আলম, শিহাব উদ্দিন মোবিন ও জাফর আহমেদের নেতৃত্বে রিয়াজুদ্দিন বাজার এলাকায়, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলালের নেতৃত্বে খুলশী এলাকায়, মহানগর বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আজাদ বাঙ্গালীর নেতৃত্বে রামপুর ওয়ার্ডের পানির কল এলাকায়, পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড বিএনপির সভাপতি মশিয়ুল আলম স্বপনের নেতৃত্বে মাদারবাড়ী এলাকায়, মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে বন্দর এলাকায়, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে মুরাদপুর এলাকায়, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া ও সদরঘাট থানা যুবদল নেতা আবু তালেব লিটন ও নাজিম উদ্দীনের নেতৃত্বে পশ্চিম মাদার বাড়ি ১নং গলি ও কামাল গেইট বাজার সড়কে, বায়েজিদ থানা যুবদলের সি. যুগ্ম আহবায়ক মন্জুর আলম মঞ্জুর নেতৃত্বে অক্সিজেন নয়াহাট এলাকায়, মহানগর যুবদলের আওতাধীন বন্দর, বাকলিয়া, কোতোয়ালী, খুলশী, হালিশহর, সদরঘাট থানা ও পশ্চিম ষোলশহর, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ,
মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী ও বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন আহমেদ রাজুর নেতৃত্বে হালিশহর আই ব্লক এলাকায়, মহানগর ছাত্রদলের সাবেক নেতাদের নেতৃত্বে বিভিন্ন আবাসিক এলাকায়, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব উদ্দীন আকন্দের নেতৃত্বে ফয়েজ লেক চক্ষু হাসপাতালের সামনে, ছাত্রদল নেতা মাহিরের নেতৃত্বে বাকলিয়া থানা ছাত্রদলের লিফলেট বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ