
রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত ও নয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব।
ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেফতারকৃতরা হলো- মো. রিফাত(২০), শাকিল(২০), তারেক(২৬), লিখন(৩৮), দুর্যয়(১৯)। পৃথক অভিযানে ছিনতাই প্রস্তুতির অভিযোগে মো. আকাশ(২০), মো. রুবেল হাওলাদার(২০), মো. বাবুল(৪৫), মো. রেজোয়ান, আলী আহম্মেদ(৩৫), শাহ-জালাল, আরিফ সিকদার(২৫), মোঃ রাসেল সর্দার(২২), মোঃ হৃদয়(২২) কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বড় ছুরি, একটি সামুরা, একটি চাপাতি, দুইটি ছোট ছুরি, চারটি চাকু, দুইটি ফোল্ডিং চাকু ও চারটি মোবাইল উদ্ধার করা হয়।
গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি শিহাব করিম।
এএসপি শিহাব করিম বলেন,সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং এর সদস্যরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাং এর সদস্যরা মাদকাসক্ত হওয়ায় মাদকের টাকা জোগাড় করার জন্য সংঘবদ্ধ হয়ে ডাকাতি, ছিনতাই ও চুরির মত ঘটনা ঘটাচ্ছে। সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় কিশোর গ্যাং সদস্যদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় পথচারীদের অস্ত্রের মুখে পথচারীদের মোবাইল ছিনতাই ও হামলার ঘটনা ঘটছে। একাধিক ঘটনায় থানায় একাধিক জিডি ও মামলা হয়েছে। সাধারণ মানুষ কিশোর গ্যাংয়ের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। এতে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদপুর, হাজারীবাগ ও ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন ডাকাত ও ৯ জন ছিনতাইকারীসহ ১৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র্যাব-২ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে