
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে বুধবার (২৭ ডিসেম্বর ) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে হিজড়া, অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।
এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, ডিএমপি কমিশনারের সহধর্মিনী ডা. ওয়াজেব শামসুন্নাহার, পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ ,সদস্যাগণ এবং ডিএমপির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুনাক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নুপুর। এছাড়া, অনুষ্ঠান ব্যবস্হাপনায় ছিলো পুনাক প্রশাসন এবং সমাজকল্যাণ দফতর।
অনুষ্ঠানে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, পুনাক সারা বছর বিভিন্ন সময়ে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষকে সহায়তা প্রদান করে আসছে। এবারই প্রথম হিজড়া জনগোষ্ঠীকে পুনাকের এ সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি হিজড়া সম্প্রদায়ের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে পুনাক সভানেত্রী প্রতিবন্ধী, দুঃস্থ, অসহায়, হিজড়া ও শীতার্তদের হাতে শীতবস্ত্র ও সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে ২৫০ জনকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ডিআই/এসকে