
রাজধানীর তেজগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বিশেষ অভিযানে তেজগাঁওয়ে গ্রেফতার ১৬
তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডাকাতি প্রস্তুতির কালে গ্রেফতারকৃতএয়া হলো- আব্দুল হালিম (৪২), আরিফ (২৭), সেন্টু (৪০), অলি খন্দকার (৩৬) ও মানিক (২৯), ছিনতাইয়ের অভিযোগে মো. শাকিল (৩০) ও মধু মিয়া (২২) এবং চুরির অভিযোগে মোহাম্মদ হাবিব (২৩) ও মোহাম্মদ হাশেম (২৬) কে গ্রেফতার করা হয়।
এসময় তিনটি চাকু উদ্ধার করা হয়।
গতকাল রাতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ জন এবং চুরির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়।
বিশেষ অভিযানের বিষয়ে ওসি মহসীন বলেন, আসন্ন নির্বাচনের সুযোগ নিয়ে অপরাধীরা সক্রিয় হতে না পারে এ জন্য বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)। এরই অংশ হিসেবে গতকাল চুরি, ছিনতাই ও ডাকাতি প্রস্তুতির সময়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিএমপির এ কর্মকর্তা।
ডিআই/এসকে