ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুর সাড়াশি অভিযান,গ্রেফতার ১৫
একুশে পরিবহনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া,ঘটনাটি ডাকাতি নয় বলছে পুলিশ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নান্দাইলে নৌকার মিছিলে পিস্তল সাদৃশ্য অস্ত্র প্রদর্শনকারী ভাইরাল যুবক আটক

ময়মনসিংহের নান্দাইলে নৌকার মিছিলে পিস্তল সাদৃশ্য
দুই অস্ত্র প্রর্দশনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জনমনে আতংক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম তদন্ত করে ওই দুটি অস্ত্র সহ মিছিলের নেতৃত্বদানকারী ওয়াহিদুজ্জামান তানভীরকে আটক করে থানা পুলিশ। তবে মিছিলে অংশগ্রনকারী ওই যুবক বা সহযোগীরা আওয়ামীলীগ বা অঙ্গসংগঠনের কেউ নয় বলে দাবী করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান। নান্দাইল মডেল থানা সূত্রে জানাগেছে, গত বুধবার রাত ৮টার দিকে তানভীরের নেতৃত্বে ৩০/৪০ জনের সম্বলিত একটি নৌকার মিছিল চন্ডিপাশা ইউনিয়নের কুল ধুরুয়া থেকে শুরু করে চামারুল্লাহ বাজার হয়ে ধুরুয়া আনন্দ বাজারে নির্বাচনী ক্যাম্পে এসে শেষ হয়। এসময় উক্ত মিছিলে ওয়াহিদুজ্জামানের তানভীরের নিকটআত্মীয় শাহ আলম নামে এক যুবক দুই হাতে দুটি অস্ত্র উচিয়ে নৌকার স্লোগান দিয়ে স্থানীয় নির্বাচনী ক্যাম্পে ঢুকে।প্রকাশ্যে অস্ত্র উচিয়ে মিছিলে অংশ গ্রহন করায় এলাকার জনমনে আতংক সৃষ্টি হয় এবং এরই একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি পুলিশ প্রশাসনের দৃষ্টি গোচর হলে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়ার নেতৃত্বে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ৩টার দিকে কুলধুরুয়া নিজ বাড়ি থেকে ওয়াহিদুজ্জামান তানভীরকে গ্রেফতার করে। পরে অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে তানভীরের বাড়ির পুকুর পাড় থেকে পিস্তল সাদৃশ্য দুটি অস্ত্র উদ্ধার করা হয়। কিন্তু মিছিলে অস্ত্র প্রদর্শনকারী নুরে আলম পলাতক রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নান্দাইল মডেল থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে স্থানীয় মিডিয়াকর্মীদের অবহিত করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়া জানান, এ দুটি অস্ত্র ওয়াহিদুজ্জামান তানভীর নিজের বলে দাবী করেন। এছাড়া শাহ আলম নামে ওই যুবককেও দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ