
নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির আওতায় ৫ দিন ব্যাপী ভায়া ও সিবিই ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ও উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। একইসাথে রঙিন আলট্রাসনোগ্রাফী মেশিন ও নন-কমিউনিকেবল ডিজিজ( ডায়াবেটিস ও হাইপ্রেসার) কর্ণার উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি বলেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত উপজেলার ২২ ক্যাম্পে ৫ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ টিম কাজ করবেন। সেবা গ্রহিতাদের এন আইডি কার্ড ও মোবাইল সাথে আনতে হবে। তিনি আরও বলেন, তারিখ অনুযায়ী ২৭ ডিসেম্বর মনিয়ারী ইউনিয়নের দমদত্তবারিয়া, বিশা ইউনিয়নের বড়সাঁওতা, সমসপাড়া এবং ইসলামপুর গ্রাম। ২৮ ডিসেম্বর ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম, বলরামচক, মনিয়ারী ইউনিয়নের নওদুলী ও মস্কিপুর গ্রাম। ২৯ ডিসেম্বর পাঁচুপুর ইউনিয়নের খনজোর, বিপ্রবোয়ালিয়া, কাসুন্দা বিশা ইউনিয়নের বিশা গ্রাম। ৩০ ডিসেম্বর কালিকাপুর ইউনিয়নের পাইকড়া, কালিকাপুর হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া ও পাহারপুর গ্রাম। ৩১ ডিসেম্বর সাহাগোলা ইউনিয়নের রসুলপুর, আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা, দমদমা কালিকাপুর ইউনিয়নের আটগ্রাম গ্রামে অনুষ্ঠিত হবে। এসময় হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্স উপস্থিত ছিলেন।