
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড নদীতে যৌথ অভিযান পরিচালনা করে ২০হাজার মিটার সুতার জাল, ৫হাজার মিটার চরঘেরা জাল, ০১ টি বেহুন্দী জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে বিকাল পর্যন্ত মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড এর বাস্তবায়নে উপজেলার গহীনখালী, চরমোন্তাজ, সোনার চর, কলাগাছিয়া, চরকাশেম, বুড়াগৌরাঙ্গ নদী ও সাগরের মোহনায় যৌথ অভিযান পরিচালনা করে ২০হাজার মিটার সুতার জাল, ৫হাজার মিটার চরঘেরা জাল, ০১ টি বেহুন্দী জাল জব্দ করে আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়। পড়ে ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপজেলা সৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ,উপজেলা মেরিন ফিশারিজ অফিসার এস এম শাহাদাত হোসেন রাজু উপস্থিত ছিলেন।
সারাদেশে ‘‘মা ইলিশ সংরক্ষণ’’ অভিযান-২০২৩ উপলক্ষে গত ১২ অক্টোবর হতে আগামী ০২ নভেম্বর ২০২৩ পর্যন্ত সর্বমোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। এ উপলক্ষে সকাল ৫টা থেকে বিকাল পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন উপজেলা মৎস্য বিভাগ কতৃক অভিযান পরিচালনা করা হয়।