প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ণ
হাতিয়া ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে নৌকা মার্কার সমর্থনে পথ সভা

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুড়িরচর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে নৌকা মার্কার সমর্থনে পথসভা উনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধার পর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ইসলামিয়া বাজারে এই পথ সভা অনুষ্ঠিত।
এতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ সেলিমের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় মাহফুজুল ইসলাম কাইয়ুম এর সঞ্চালনায় নৌকা মার্কার পথ সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ আল মামুন। বক্তব্য রাখেন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোঃ মহসিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এছাড়াও বক্তব্য রাখেন,বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন,হাতিয়া ডিগ্ৰি কলেজ ছাত্রলীগের সভাপতি মোক্তাদের আলী পূর্ণ, সাধারণ সম্পাদক সাকিব আলীসহ অন্যরা।
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী। এছাড়া জাতীয় পার্টি থেকে একজন ও মুক্তিজোট থেকে একজন নোয়াখালী-৬ হাতিয়া থেকে নির্বাচন করছেন।
হাতিয়া ৬আসনে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার। আগামী ৭ জানুয়ারী ৯৬ টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.