
চট্টগ্রামে ইউনিলিভার কর্মচারী আব্দুল মান্নান টিটুর উপর সন্ত্রাসী হামলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর (বুধবার) বেলা ২টায় চট্টগ্রামের পুরাতন সিএন্ডবি’র ইউনিলিভারের ১নং গেইটের সামনে শতাধিক কর্মকর্তা -কর্মচারী সহ ইউনিলিভার এমপ্লয়িজ ইউনিয়ন নেতৃবৃন্দের উদ্যােগে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া ইউনিলিভার কর্মচারী আব্দুল মান্নান টিটুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কর্মকর্তা – কর্মচারী নেতৃবৃন্দ অবিলম্বে হামলা কারী দের গ্রেফতার করে কঠোর
শাস্তির দাবি জানান।
উল্লেখ্য গতকাল ২৬ ডিসেম্বর রাত ১০ টার দিকে বাসায় যাওয়ার পথে স্থানীয় একটি চিন্থিত সন্ত্রাসী বাহিনীর অতর্কিত হামলার শিকার হন ইউনিলিভার কর্মচারী আব্দুল মান্নান টিটু। হামলায় টিটু গুরুতর আহত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল সেন্টারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।