
দুমকীতে পাওনা টাকা চাইতে গেলে মোঃ কালাম খান (৩০) নামে শ্রমিকলীগ নেতা ও ব্যবসায়ী হামলার শিকার হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) উপজেলার পাতাবুনিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত কালাম খান উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মৃত্যু ধলু খানের ছেলে। তিনি আংগারিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক। এ ব্যাপারে দুমকী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আহত কালাম খান।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মোঃ জয়নাল খানের ছেলে মোঃ রুবেল খান (৩০) ও মোঃ ইউসুফ খানের ছেলে মোঃ জাহিদ খান (২৫) এর কাছে ব্যবসায়িক সূত্রে প্রায় ১১ হাজার টাকা পায় ভুক্তভোগী কালাম খান।
এ পাওনা টাকা চাইতে গেলে তারা বিভিন্ন টালবাহানা সহ হুমকি ধামকি দেয় রুবেল ও জাহিদ। এ ঘটনার জেরে গত ২৫ ডিসেম্বর সোমবার পাতাবুনিয়া বাজার এলাকায় রুবেল খান ও জাহিদ খান পাওনাদার কালামের খানের ওপর হামলা চালায়। এতে আহত হয়ে কালাম দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
এ বিষয়ে দুমকী থানার এ এস আই পবিত্র বলেন, উভয় পক্ষকে ডেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।