
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন।
বুধবার (২৭ ডিসেম্বর) আশুগঞ্জ উপজেলা সমবায় অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোগ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সালাহ উদ্দিন ছাতা প্রতীক নিয়ে মোট ১৪টি ভোট পেয়ে নির্বাচিত হন।
তার অন্য দুই প্রতিদ্বন্ধি প্রার্থী মো: জামাল মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ২ ভোট এবং মোঃ আশিকুর রহমান চেয়ার প্রতীকে পেয়েছেন মাত্র ১টি ভোট। এছাড়া নির্বাচনে সহ সভাপতি পদে বেলাল আহমেদ ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আনিছুর রহমান নাহিদ পেয়েছেন ৪ ভোট।
আগামী তিন বছরের জন্য নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য যে, সালাহ উদ্দিন আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছাড়াও পর্যায়ক্রমে উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।