নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
কাকে কোথায় বদলি?
সিআইডির বিশেষ পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে পিবিআইয়ের পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার এ. কে. এম. এমরান ভূঞাকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার, সিলেট এসএমপির উপপুলিশ কমিশনার মো. সজীব খানকে
সিআইডির পুলিশ সুপার , এপিবিএনের পুলিশ সুপার সুদীপ্ত রায়কে এসএমপির উপ-কমিশনার, ঢাকা এসবির পুলিশ সুপার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানকে পুলিশ অধিদপ্তর ঢাকার এআইজি,
চট্টগ্রাম সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে সিআইডির পুলিশ সুপার ও ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাহাত গাওহারীকে বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
ডিআই/এসকে