
রাজশাহীর তানোরে জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারনা ও প্রার্থী ও সমর্থকদের জনসংযোগে মুখোরিত পাড়া মহল্লা হাট বাজার। অপর দিকে পোষ্টার ও ফেষ্টুনে ছেয়ে গেছে পাড়া মহল্লা হাট বাজার। ফলে, সবখানেই এখন বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। তবে, তানোরে এখন পর্যন্ত কোন সহিংসতার কোন খবর পাওয়া যায়নি। তানোরে শান্তিপূর্ণ ভাবেই চলছে প্রচার প্রচারনা ও জনসংযোগ।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে লড়াই হবে আ’ লীগের দলীয় নৌকার প্রার্থী বর্তমান সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সাথে স্বতন্ত্র কাঁচি প্রতিকের প্রার্থী গোলাম রাব্বানী, ট্রাক প্রতিকের স্বতন্ত্র চিত্র নায়িকা নায়িকা মাহিয়া মাহীর মধ্যে। তবে, মুল লড়াই হবে ফারুক চৌধুরীর সাথে গোলাম রাব্বানী। এ আসনে ৩ নারী প্রার্থীসহ প্রার্থী রয়েছেন ১১ জন।
এরা হলেন, আ’ লীগ দলীয় নৌকার প্রার্থী বর্তমান সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, স্বতন্ত্র কাঁচি প্রতিকের প্রার্থী গোলাম রাব্বানী, স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহী, স্বতন্ত্র ইগোল প্রতিকের প্রার্থী আক্তারুজ্জামান আক্তার, স্বতন্ত্র বেলুন প্রতিকের প্রার্থী আয়েশা সিদ্দিকা ডালিয়া, জাতীয় পার্টির দলীয় লাঙ্গল প্রতিকের প্রার্থী সামসুদ্দীর মন্ডল।
বিএনএম’র দলীয় নোঙ্গর প্রতিকের প্রার্থী শামসুজ্জোহা বাবু, তৃনমুল বিএনপির দলীয় আঁশ প্রতিকের প্রার্থী জামাল উদ্দীনের পোষ্টের দেখা দেলেও অপর ৩ জন প্রার্থী ন্যাশনার পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী নুরুন্নেছা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোটের ঘুড়ি প্রতিকের প্রার্থী বসির আহম্মেদ ও বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের টেলিভিশন প্রতিকের আল সাজ্জাদের পোষ্টার চোখে পড়েনি।
সরেজমিন বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তানোরে শান্তিপূর্ণ ভাবেই প্রার্থী ও সমর্থকরা জনসংযোগ করে ভোট প্রার্থনা করছেন। পাড়া মহল্লায় প্রচার প্রচারনা ও গনসংযোগে এগিয়ে রয়েছেন নৌকা প্রতিক, কাঁচি প্রতিক ও ট্রাক প্রতিক। অন্য প্রার্থীর পোষ্টার দেখা গেলেও প্রচার প্রচারনায় এবং জনসংযোগ তেমন নেই বল্লেই চলে। সব মিলিয়ে নৌকা, ট্রাক ও কাচি প্রতিকের প্রার্থী ও সমর্থকরাই নির্বাচনী মাঠে রয়েছেন।
ফলে, তানোর উপজেলার সর্বত্রই জমে উঠেছে প্রচার প্রচারনা ও জনসংযোগে নির্বাচনী আমেজ বিরাজ করছে। পাড়া মহল্লায়, হাটা বাজার দোকান পাটে ভোটারদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা কে নির্হবাচিত হবেন। তবে, ভোটারদের মধ্যে আলোচনা হচ্ছে ফারুক চৌধুরী, গোরাম রাব্বানী ও মাহীয়া মাহী।