
পটুয়াখালীর কলাপাড়ায় এক সন্তানের জননী লাকী বেগম নামে (২৪) এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত গৃহবধূ লাকী বেগম উপজেলার ধুলাসার ইউপির মাসুদ দফাদারের স্ত্রী।
স্থানীয়রা জানায় লাকী ১৮ মাস বয়সী এক শিশু সন্তানকে নিয়ে পৌরশহরের রহমতপুর এলাকায় স্বামীর সাথে একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। কলাপাড়া থানার ওসি আলী অহম্মেদ জানান, মরদেহ মর্গে প্রেরণ করা হবে। তবে গৃহবধূ আত্নহত্যার ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।