
দিনাজপুর জেলার বিরামপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কীমের আওতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৮ম ও ৯ম শ্রেণির ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক উপজেলা পর্যায়ে বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের ৭দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডলের সভাপতিত্বে ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ ৭ দিনব্যাপী উপজেলা পর্যায়ে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন প্রধান অতিথি বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাজনীম আওন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ ছ ম হুমায়ুন কবির, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, একইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকী আজম ফারুক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান নজরুল ইসলাম, বিষয়ভিত্তিক উপজেলা পর্যায়ে শ্রেণি শিক্ষকগণের প্রশিক্ষণের কোর্স কোডিনেটর আব্দুস সালাম, ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মাষ্টার ট্রেইনার মিজানুর রহমান মিজান ও মোহাম্মদ আতাউর রহমান প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল বলেন, জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২২ বিস্তরণ শিক্ষক প্রশিক্ষণ অত্র বিদ্যালয়ে সার্বিক সহযোগিতায় সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষক প্রশিক্ষণ সুষ্ঠভাবে সু-সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, সাম্য, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র মুক্ত ও ড়িজিটাল স্মার্ট বাংলাদেশ গড়াই নতুন কারিকুলাম বিস্তরণ প্রশিক্ষণে মূল লক্ষ্য।