ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

ফরিদপুর-(সদর) ৩ আসনে নৌকার কর্মীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকার কর্মীদের উপর আতঙ্কিত হামলা ও অফিস ভাঙচুর, নির্বাচন ভন্ডুলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন ‌করেছেন ফরিদপুর জেলা আওয়ামী।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের ‌মরহুম এডভোকেট ‌ শামসূউদ্দিন মোল্লা মিলনায়তনে ফরিদপুর প্রেসক্লাবের ক্লাবের সভাপতি ‌ হাবিবুর রহমান হাবিব সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলনে ‌ লিখিত বক্তব্য পেশ করেন জেলা আওয়ামী লীগের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র অমিতাভ বোস।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
ফরিদপুর-০৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের নৌকার কর্মীদের উপর স্বতন্ত্র প্রার্থী একে আজাদ ও তার সমর্থকরা বিভিন্ন সময়ে হামলা ও অফিস ভাংচুর করে চলছে এবং স্বতন্ত্র প্রার্থীর অভ্যন্তরীণ দায়ভার আওয়ামী লীগ কর্মীদের উপর চাপানো হচ্ছে।পাশাপাশি নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা চালাচ্ছে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জনান।

এ সময় নৌকার মনোনীত প্রার্থী শামীম হক দাবি করেন- বিভিন্ন ইউনিয়নে নৌকার সমর্থনে প্রচার প্রচারণা চালানো ও পোস্টার লাগানোর সময় তার কর্মীদের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ এর সমর্থকরা ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেন। এছাড়াও মিথ্যা প্রপাগান্ডা ও গুজব ছড়ানোর মাধ্যমে একে আজাদ ও তার সমর্থকরা নির্বাচনী পরিবেশ বিনষ্ট করছে চলছে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তি ও প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এসব গুজব ও মিথ্যা প্রচার কারীদের প্রতি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল আহাদ সেলিম সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, মাসুদুল হক, শহিদুল ইসলাম হেলাল , দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আসম জাহাঙ্গীর চৌধুরী টিটু, প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও মানব সম্পদক খায়রুদ্দিন মিরাজ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা সাধারন সম্পাদক শামসুল আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা সহ ‌ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুনঃ