নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন উপজেলার ছয় নৌকা বিজয়ী ইউপি চেয়ারম্যান। নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়া পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানগণ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আওয়ামী পরিবারের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দলীয় কোন বিধি নিষেধ অর্থাৎ বাধা না থাকায় ব্যক্তি বিষয় পছন্দানুয়ায়ী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে নৌকা বিজয়ী জনপ্রতনিধিগণ জানান ।জানাগেছে, ২০২১ সনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী নান্দাইল পৌরসভার বর্তমান মেয়র মো. রফিক উদ্দিন ভ‚ইয়া, ২০১৯ সনে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ১নং বেতাগৈর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন এবং ২০২২ সনের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ২নং মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী, ৭নং মুশুল্লী
ইউপি চেয়ারম্যান মো. ইফতেখার উদ্দিন ভ‚ইয়া বিপ্লব, ১০নং শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভ‚ইয়া মিল্টন, ১১নং খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভূইয়া মিন্টু ও ১২নং জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল নির্বাচিত হয়েছেন।
বর্তমানে নৌকা বিজয়ী পৌর মেয়র ও ছয়জন নৌকার ইউপি চেয়ারম্যান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া বলেন, যেহেতু আওয়ামীলীগের দলীয় কোন বাধা নেই,তাই পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করছি। মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন উম্মুক্ত করে দেওয়ায় পছন্দের প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের ঈগল প্রতীকের নির্বাচন করছি। এছাড়া ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল বলেন, স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য আমার ইউনিয়নের বাসিন্দা। এলাকার জনগণ তার পক্ষে কাজ করছে, তাই আমি তাঁর বাইরে যেতে পারছিনা।
তাছাড়া তিনি জনবান্ধব এমপি হিসাবে উনার জনমতও অনেক বেশী। এ বিষয়ে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, নৌকার বিজয়ী চেয়ারম্যানগণকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করার জন্য আমরা প্রত্যেককে চিঠি দিয়েছি। এখন তাঁরা নৌকার পক্ষে কাজ না করলে তো কিছু করার নেই।