
ডামী নির্বাচন বর্জন,অসহযোগ আন্দোলনের জনমত তৈরীর লক্ষ্যে নেত্রকোনা জেলা ছাত্রদল লিফলেট বিতরণ,উঠান বৈঠক করেছে নেতাকর্মীরা।
আজ(বুধবার) সকাল সাড়ে ১০টায় নেত্রকোনার চল্লিশার রাজেন্দ্রপুর এলাকায় জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা এর আয়োজন করে।এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি শামসুল হুদা শামীম, তরিকুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন,জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক প্রান্ত পাঠান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতিকুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের পৌর সদস্য সচিব রাশেদুল ইসলাম জুয়েল সহ অন্যান্যরা।
আলোচানা সভায় বক্তারা, ঘোষিত তফসিল বাতিল, ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত গঠনের আহবান জানান।