ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

ককটেল-বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদলের দুই কর্মী আটক

রাজধানীর পুরান ঢাকার কদমতলী থানার শ্যামপুর পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ছাত্রদলের দুই কর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব বলছে,ঢাকা মহানগর দক্ষিণে বেশিরভাগ নাশকতার সঙ্গে তারা জড়িত। গাড়িতে আগুন দেওয়ার জন্য নিজেদের মোটরসাইকেলে করে পাম্প থেকে তেল সংগ্রহ করে পেট্রোল বোমা বানানো হত।

গ্রেফতারকৃতরা হলো- মো. নয়ন (২২) ও আল আমিন (২৩)। তারা দুজনেই ছাত্রদল কর্মী।

এ সময় তাদের কাছ থেকে ১৩টি ককটেল,১৫টি পেট্রোল বোমা,গান পাউডার, কাচের গুড়াসহ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার ( ২৭ ডিসেম্বর )দুপুরে রাজধানীর যাত্রাবাড়িতে র‌্যাব-১০ সিপিসি-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

ফরিদ উদ্দিন বলেন, গত ২৮ অক্টোবর নির্বাচন বানচলের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা অবরোধের নামে রাজাধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাসে আগুন ও ভাংচুর করে। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের হামলাসহ নারকীয় তান্ডবে পুলিশ কনস্টেবলকে হত্যা করে। এই ঘটনায় পরিকল্পনাকারীসহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় দুই ছাত্রদল কর্মীকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, নয়ন ও আল আমিন উভয়ই ছাত্রদলের কর্মী। তারা স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের নির্দেশে নাশকতার উদ্দেশ্যে পেট্রোল বোমা ও ককটেল তৈরি করে তাদের চাহিদামত বিভিন্ন সময়ে সরবরাহ করে আসছিল। আর এই সকল প্রেট্রোল বোমা তৈরি করতে তারা কৌশলি ছিলো। যেহেতু এখন খোলা বাজারে পেট্রোল বিক্রি বন্ধ তাই তারা মোটরসাইকেলে করে পাম্প থেকে তেল সংগ্রহ করে সেগুলো দিয়ে পেট্রোল বোমা বানানো হত। এছাড়াও তাদের আরও বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে আসছিলো।

গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব-১০ এর অধিনায়ক আরও বলেন, দুই ছাত্রদল কর্মী সেলিম রেজা ও আলমগীর হোসেনের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাদ, ডেমরা, দনিয়া ও কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় নাশকতা, চুরি ও মারামারির একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ