প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ণ
উলিপুরে সাংবাদিকদের সাথে ইউ এন ও’র মতবিনিময়

কুড়িগ্রামের উলিপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বেবর) বেলা ১১ টায় তাঁর অফিস কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক আবু সাঈদ সরকার, মনজুরুল হান্নান, মোন্নাফ আলী, পরিমল মজুমদার, সহিদুল আলম বাবুল, আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা, খালেক পারভেজ লালু, নুরুজ্জামান সরকার, আমিনুল ইসলাম বিটু, আব্দুল মালেক, লক্ষণ সেন গুপ্ত, শিমুল দেব, রোকনুজ্জামান মানু, মমিনুল ইসলাম, সাজাদুল ইসলাম সাজু প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বলেন, আমি উলিপুরে নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই, তিনি উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরুপ। তাই উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আশা করেন । উলিপুর উপজেলায় ভালো কিছু করার ইচ্ছায়, তিনি সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.