
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের সমর্থনে গণসংযোগ, উঠান ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজাপুরের বিভিন্ন এলাকায় নৌকায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও উঠান বৈঠক করছেন উপজেলা যুব মহিলা লীগ। উপজেলার গালুয়া ও সাতুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সভাপতি নাজনীন পাখির নেতৃত্ব যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা এ প্রচারনা চালায়। কাঠালিয়ার যুব মহিলা লীগের সভাপতি নাজমীন তুলি, রাজাপুরের সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার, সাংস্কৃতিক সম্পাদক সালমা, পারভীন, সাথী বেগম, শাহিনুর আক্তার, সাবেরা পিউ, রোকসানা, মলিনা, রুমা প্রমুখ।
এ সময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কয়েকটি বাড়িতে উঠান বৈঠক করা হয়। দিনব্যাপি এ প্রচারনা চালানো হবে বলেও জানায় যুব মহিলা লীগের সভাপতি নাজনীন পাখি।