
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্থানীয় জনগোষ্ঠীর প্রাণিসম্পদ সেবা নিশ্চিত করণে ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের হলরুমে জাগোনারী ও কেয়ার বাংলাদেশ এর আয়োজনে স্থানীয় জনগোষ্ঠীর প্রাণিসম্পদ সেবা নিশ্চিত করণে ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে রাঙ্গাবালী উপজেলা প্রাণীসম্পদ দপ্তর এর হৃদয়, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়রম্যান মোঃ কামাল পাশা, সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃ ফরিদ উদ্দিন, রাঙ্গাবালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ রওশন মৃধা সহ ছোটবাইশদিয়া ও চরমোন্তাজ দুই ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।