
নেত্রকোনায় অটোরিকশার ড্রাইভার কে অচেতন করে অটো নিয়ে উধাও হয়েছে অজ্ঞাত তিন চোর।
অভিযোগের সূত্রে রেজাউল হাসান সুমন জানায়। প্রতিদিনের মত আমার মিশুক গাড়ি সিএনজি রংঙের লোটাস মিশুক ৪ টি ব্যাটারি নেত্রকোনা পৌরসভার লাইন্সেস নং ৩৯৫ চেসিস নং ২০২৩০৭০১৭৮৬,যা আনুমানিক মূল্য দুই লক্ষ ত্রিশ হাজার টাকা,আমার ড্রাইভার সৌরভ ওরফে বাদশা মিয়া (২০) গাড়ি নিয়ে গ্যারেজ থেকে প্রতিদিনের হয়।
গত ১৪ ই ডিসেম্বর দুপুর ১ টার সময় নেত্রকোনা পৌর শহরের ঢাকা বাস্ট্যান্ড থেকে অজ্ঞাতনামা তিনজন যাত্রী গাড়িতে উঠে তারা বললো মদন বাস্ট্যান্ড যাবে, মদন বাস্ট্যান্ড গিয়ে বলে তারা আমরা ইউটিবার আমাদের কে রির্জাভ ভাড়ায় কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় নিঝুম পার্কে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে ড্রাইভার কে।
ড্রাইভার প্রথমে যেতে না চাইলে অনেক অনুরোধ করে এক হাজার টাকা ভাড়ার বিনিময়ে ঐ অজ্ঞাত তিনজন কে নিঝুম পার্কে নিয়ে যায়।
পার্কে ছবি গোরাগুরি ও ছবি তুলার পর বিকেল সাড়ে ৫ টার দিকে ঐ অজ্ঞাত ব্যক্তিদের কে নিয়ে নেত্রকোনার উদ্দেশে রওনা দেয়
পথি মধ্যে কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে তারা নেমে কেক ও পানীয় জাতীয় তারাও খায় এবং অটোর ড্রাইভার সৌরভ কেও খাওয়ায়,এর পর থেকে সৌরভ আস্থে আস্থে অচেতন হতে থাকে,এরপর নেত্রকোনা সদর উপজেলার মদনপুর মাজারে রেখে অটোরিকশা টি নিয়ে পালিয়ে যায়।
পরে মাজার এলাকার স্থানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে এনে নেত্রকোনা আধুনিক হাসপাতালে ভর্তি করি।
বিভিন্ন জায়গায় খোঁজাখোজি করে আমার গাড়িটি না পেয়ে নেত্রকোনা মডেল থানায় অভিযোগ করি,
এবিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান আমরা অভিযোগ পেয়েছি তদন্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।