
নুর কুতুবুল আলম, রাজশাহী প্রতিনিধি : মাদক, নারী নির্যাতন, ইভটিজিং, জঙ্গিবাদ প্রতিরোধে নওগার মান্দায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ অক্টোবর/২০২৩ইং বিকেল সাড়ে পাঁচ ঘটিকায় মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক-কসবা বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নলতৈড়-কালিনগর গ্রামের যুব সমাজ জনপ্রিয় এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।
ইউপি সদস্য নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে মান্দা আসনের সাংসদ মুহা: ইমাজ উদ্দিন প্রামানিক এর প্রতিনিধি এবং তাঁর জৈষ্ঠ পুত্র, কোষাধ্যক্ষ বাংলাদেশ আওয়ামী লীগ নিউইয়র্ক শাখা, (আমেরিকা) সেফায়েত জামিল প্রামানিক সৌরভ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ, যুবলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ। হাজার হাজার উৎসুক দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন।