
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
ফরিদপুরে-৩ আসনে আচরণবিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার লাগানোর অপরাধে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীক মার্কার দুই কর্মীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে কানাইপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে ওমর ফারুক (২৫) ও বিকাশ চন্দ্র ঘোষের ছেলে লিংকন ঘোষ (২১)কে এই জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ গণমাধ্যমেক এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন,নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার লাগানোর সময় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ রেজওয়ান-উল-ইসলাম আটক করে আমাকে ফোন করে অবগত করেন।ঘটনাস্থলে এসে এর সত্যতা নিশ্চিত করি।
এ সময় নির্বাচনীয় আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে ৭-১ এর (ক) ধারায় তাদেরকে আইনের আওতায় আনা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার এর নির্দেশ মোতাবেক প্রার্থীদের নিজ দায়িত্বে আচরণবিধি লঙ্ঘন করে যেসব পোস্টার লাগানো হয়েছে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।