
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।
পটিয়া : পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পিয়ারু, জেলা যুবদল নেতা নুরুল আলম, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল কাদেরের নেতৃত্বে পটিয়া পৌরসভা সদরে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী কামাল উদ্দীন, বিএনপি নেতা আবদুল আলীম, নাসির উদ্দীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল সিকদার সুমনের নেতৃত্বে পটিয়ার শান্তির হাট এলাকায়, পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু ও সদস্য সচিব মোহাম্মদ জাহেদের নেতৃত্বে পটিয়া পৌরসভার মুন্সেফ বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
দক্ষিণ জেলা যুবদল : সভাপতি মোহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল মেম্বার, বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ, সদস্য সচিব রাসেল চৌধুরী, দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতেখার হোসেন সুমন, আনোয়ারা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর বাহাদুর, নেতৃত্বে কাজীর দেউরী বাজারে এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, সহ-সভাপতি মোঃ শফি, সাতকানিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আজম খাঁন, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, সাতকানিয়া পৌরসভা কৃষক দলের আহ্বায়ক মিজান চৌধুরীর নেতৃত্বে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বাঁশখালী : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আহমদ ছগীর তালুকদারের নেতৃত্বে উপজেলার সরল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
লোহাগাড়া : উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেদুল হক ও ছাত্রদল নেতা ইলিয়াস হোসেনের নেতৃত্বে কলাউজান বাংলা বাজার এলাকায় ও পুটিবিলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দেলোয়ার হোসেন, যুবদল নেতা মোরশেদ, শ্রমিকদল নেতা দেলোয়ারের নেতৃত্বে পুটিবিলা বাজারে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ করা হয়।
উত্তর সাতকানিয়া: উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, জেলা যুবদলের সহসম্পাদক এম আর মামুন, বিএনপি নেতা নাছির উদ্দীনের নেতৃত্বে খাগরিয়া ইউনিয়নে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
চন্দনাইশ: উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে জেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দীন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে চন্দনাইশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এদিকে গতকাল ২৫ ডিসেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিক ও আজ ২৬ ডিসেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মারুফকে বাঁশখালী থেকে পুলিশ গ্রেফতার করেছে।