
রাজশাহীর তানোরে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করেছেন এম এস ট্যাুর এন্ড ট্রাভেল্সের মালিক মাসুদ করিম।
সোমবার ও মঙ্গলবার তিনি কামারগাঁ ইউপির বারোঘরিয়া গ্রামে ৫০ টি, হাতিনান্দা গ্রামে ৩৫টি, হাতিশাইল গ্রামে ৩৫টি ও নিজামপুর গ্রামে ৩৫ কম্বল সরেজমিনে গিয়ে শীতার্থ অসহায়দের মাঝে কম্বল বিতরন করেন। এসব কম্বল তিনি ব্যক্তিগত তহবিল থেকে বিতরণ করছেন বলে জানান তিনি। এসময় তার সাথে ছিলেন কামারগাঁ ইউপির দক্ষিণ শাখা কৃষকলীগ সভাপতি সামসুল সরদার।
কামারগাঁ ইউপির ৭ নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি মুন্তাজ আলী মন্ডল। এমএস ট্যাুর এন্ড ট্রাভেল্সের ম্যানেজার হাসিবুর রহমান হাবিব। এমএস ট্যাুর এন্ড ট্রাভেল্সের মালিক মাসুদ করিম বলেন, দরিদ্র জনগোষ্ঠীর শীতার্থদের মাঝে এসব কম্বল তিনি বিতরণ করলেন। তিনি শীতার্থদের পাশে দাড়িয়ে শীতবস্ত প্রদানের জন্য সমাজের বৃত্তমানদের প্রতি উদার্থ আহবান জানান।