
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা তিন বারের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি সিঙ্গাসোলপুর ইউনিয়নের খলিশাখালী দূর্গা মন্দির, গোবরা বাসস্ট্যান্ড, বড়গাতী বাজার, সিঙ্গাসোলপুর বাজারসহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন।
এসময় তিনি নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। তিনি বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে, পুলিশকে সাপের মত পিটিয়ে হত্যা করে, সন্তানকে বুকে আগলে বসে থাকা একজন মাকে গান পাউডারে পোড়ানো যে দগ্ধ বীভৎস চিত্র কোনো সভ্য দেশে, কোনো গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দল মানুষকে পুড়িয়ে মেরে কোন রাজনীতি বাস্তবায়ন করছে? ওই ট্রেনে, ওই বাসে কি সরকারের মন্ত্রী ছিল, না সরকারের এমপি ছিল? ওই ট্রেনে ওই বাসে তো আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত-বিএনপিসহ সব রাজনৈতিক দল, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানসহ সব ধর্মের মানুষই চলাচল করে, তাহলে আপনারা কাদের মারার জন্য ওই বাসে, ট্রেনে আগুন দিচ্ছেন, গান পাউডার মারছেন? আপনাদের নেতা লন্ডনে বসে আয়েশি জীবন-যাপন করছে আর আপনাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আপনারা যারা জামায়াত-বিএনপি করেন আপনাদের রাজনীতিবিদদের কাছে জিজ্ঞাসা করবেন।
সোমবার (২৫ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা নড়াইল সদর উপজেলার সিঙ্গাসোলপুর ইউনিয়নের বড়গাতী বাজারে এক পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি। এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. ওমর ফারুক,
উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, সিঙ্গাসোলপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম হিটু, বিছালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুল ইসলাম, কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস, সেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলক চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।