
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র আগামী২৯ ডিসেম্বর বরিশালে আগমন উপলক্ষে পটুয়াখালীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।২৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টার সময় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে মহিলা লীগ,পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত আনন্দ মিছিল টি এ সময় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিন করে স্হানীয় লঞ্চ ঘাট চত্ত্বরে গিয়ে শেষ হয়।এ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে মহিলা লীগ,পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিতু সিকদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহিলা লীগ,পটুয়াখালী জেলা শাখার সভানেত্রী কাজী কানিজ সুলতানা হেলেন এমপি।
উক্ত আনন্দ মিছিল ও পথ সভায় মহিলা লীগ এর পটুয়াখালী পৌর শাখার ৯ ওয়ার্ড এর সভানেত্রী তানিয়া আহমেদ সহ শত শত মহিলা লীগ পটুয়াখালী জেলা, নানা উপজেলা,পৌর সভা ও বিভিন্ন ইউনিয়ন সমূহের নানা স্তরের নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।