প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ১:৩০ অপরাহ্ণ
জীবননগর মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদসহ গ্রেফতার-২

জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই(নি:) এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১৯.১০.২০২৩ ইং রাত্র ০৪.৩০ ঘটিকায় জীবননগর থানাধীন ইসলামপুর গ্রামস্থ ইসলামপুর তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হইতে দুই জনকে মাদক সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন জীবননগর উপজেলার সদর পাড়া গ্রামের চান্দু আলি মিয়ার ছেলে মো:শামীম হোসেন(২২) আর নতুন পাড়া গ্রামের মো:খালেক আলীর ছেলে রফিকুল ইসলাম(২০) কে গ্রেফতার করেন। এলাকাবাসীর সূত্রে জানা যায় তারা প্রায়ই মাদক বহন করতেন। গ্রেফতারকৃত ব্যাক্তির কাছ থেকে ০২ বোতল অবৈধ ভারতীয় MAGIC MOMENTS GRAIN VODKA মাদকদ্রব্য মদ এবং ০২ বোতল অবৈধ ভারতীয় McDowells LUXURY PREMIUM WHISKY মাদকদ্রব্য মদ ।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.