
লালবাগ ট্রাফিক বিভাগ, ডিএমপিতে কর্মরত ট্রাফিক কনস্টেবল মো. মতিয়ার রহমান ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঘাতকারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে আসামির নাম ও পরিচয় জানায়নি পুলিশ।
সোমবার (২৫ ডিসেম্বর) রংপুর জেলার গংগাচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ডিএমপিতে কর্মরত ট্রাফিক কনস্টেবল মো. মতিয়ার রহমানের ওপর ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে হামলাকারী আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযোগ গ্রেফতারকৃত আসামি হত্যার উদ্দেশ্যে কনস্টেবল মো. মতিয়ার রহমানের উপর স্ট্যাম্প দিয়ে গুরুতর ভাবে আঘাত করে।
আজ (২৬ ডিসেম্বর) দুপুরে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান হবে।