
টাঙ্গাইল সদরের বাঘিল ইউনিয়নে বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় গুলিতে তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলো- ফারুক হোসেন ও মো. কামরুল।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি বলেন, টাঙ্গাইলের নির্বাচনী প্রচারের মিছিলে গোলাগুলির ঘটনায় তিনজন আহত হয়। এই হামলায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ইমরান খান আরও বলেন, মিছিলে গুলির ঘটনায় দুজনকে গ্রেফতারের বিষয় আজ সকাল সাড়ে ১১ টায় কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
ডিআই/এসকে