প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ১:২৩ অপরাহ্ণ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে আহত-৫

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই বাসের সংঘর্ষে ৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে ঢাকা-মাওয় এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাও বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন, মিরপুর-২এর রিপন(৪৩), মিরপুর-১ এর হুমায়ন(৩০), মহাখালী এলাকার নিজামুল হায়দার(২৬), বেনাপোল এর গাतू (৫৫), বেনাপোল এর জাহনারা (৫০), এদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়াগামী শ্যামলী পরিবহন DM-ব-১৩-২০১৪
ও সোনার তরী পরিবহণ DM-ব- ১৩-০৯৩০ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের বেজগাও বাসস্টান্ড এলাকায় আসলে দুই বাসের সংঘর্ষ হয়ে ৫ জন যাত্রী আহত হয়।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, এটা সামান্য দুর্ঘটনা আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে যার যার বাসায় চলে যায় বাস দুইটি থানায় রয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.