
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইলে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসন(উজিরপুর-বানারীপাড়া) স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর সোমবার বিকেল ৫ টায় বামরাইল ইউনিয়নে খোলনা শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর উঠান বৈঠকে বামরাইল ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আহমেদ শাহীন রনির সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বালী, সাবেক আয়কর কর্মকর্তা সৈয়দ নুর নবী বাবুল, বামরাইল ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহাবুদ্দিন আহমেদ মাইনুল, উপদেষ্টা সদস্য মোঃ হারুন অর রশিদ,
সাবেক ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম জাকারিয়া। উপস্থিত ছিলেন ফাইয়াজুল হক রাজুর সহধর্মিণী সালমা ফাইয়াজ, উজিরপুর বাজার কমিটির সভাপতি মোঃ শামসুল হক সিকদারসহ শত শত সমর্থক।
এসময় প্রধান অতিথি স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু বলেন, সরকারের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়া, তা বাস্তবায়নের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাবেন বলে ঈগল প্রতীকে ভোট চেয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।