নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দশম,একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের কাজী রকিব উদ্দীন আহমদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এতে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
রবিবার(২২ জুন) সকাল সোয়া ১১ টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদি হয়ে মামলা করেন। মামলা নম্বর-১১।
আসামিরা হলেন, তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ,তৎকালীন নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক, তৎকালীন নির্বাচন কমিশনার আবু হানিফ, তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসর) জাবেদ আলী, তৎকালীন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ.কে.এম. নুরুল হুদা, তৎকালীন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, তৎকালীন নির্বাচন কমিশনার কবিতা খানম, তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরী, তৎকালীন পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী, তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার, সাবেক বিজি র্যাব ও সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক আইজিপি এ.কে. এম শহীদুল হক, সাবেক এসবি প্রধান মো. মনিরুল ইসলাম, সাবেক ডিজিএফআই প্রধান নাম অজ্ঞাত, আসামী সাবেক এনএসআই প্রধান অজ্ঞাত ও ২৪। সাবেক ঢাকা রেঞ্চের ডিআইজি সৈয়দ নুরুল আলম।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।
তিনি বলেন, আগে যেসব নির্বাচন কমিশনে কর্মকর্তাগন ছিলেন অভিযোগ কারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও, তারা সে সময় ভয়-ভীতি দেখিয়ে ভোট সম্পূর্ণ করে এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয়ী করেন। সংসদ সদস্যদের বিজয়ী ঘোষণা করা অভিযোগকারীদের দৃষ্টিতে দণ্ডনীয় ছিল, সে সমস্ত অপরাধের ফিরিস্তি নিয়ে ২৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছে।
ওসি আরও বলেন, আমরা অভিযোগ পর্যালোচনা করে মামলা রেকর্ড করব।
মামলার বাদী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বলেন, ২০১৪,২০১৮ ও ২০২৪ সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য, বিভিন্ন সংস্থার এন এস আই, ডিজিএফআই, এসবি প্রধানসহ তারা সম্মিলিতভাবে প্রশাসনিক নির্বাচন করেছেন। দিনের ভোট রাতে করে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন শেখ হাসিনাসহ ২৪ জনকে আসামি ও অজ্ঞাত আরো অনেক কয়েকজন আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছি। নির্বাচন কমিশনারদের সংবিধান লঙ্ঘনের দায় এবং অপরাধ করার দায়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র ও ২০১৮ সালে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিলাম। সে অভিযোগ নির্বাচন কমিশনার কোন ব্যবস্থা নেয়নি, ছায়া লিপি ও আলামতসহ অভিযোগ জমা দিয়ছি শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে।
এর আগে, মামলার অভিযোগপত্রটি নির্বাচন কমিশনেও জমা দিয়ে বিএনপি।
ডিআই/এসকে