
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কা প্রতীক নিয়ে লায়ন ফিরোজ রহমান ওলিও গণসংযোগ করেছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে বিজয়নগর সিংঙ্গাবিল বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি তার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা করেন। এ সময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং নানা প্রতিশ্রুতি দিয়ে দোয়া ভোট চান।
পরে তিনি অভিযোগ করে বলেন, তার নির্বাচনী এলাকায় ভোটার ও নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। সাধারণ ভোটররা ভয় ভীতি পাচ্ছে। যারা শক্তি দিয়ে নির্বাচন করতে চায়, সেগুলোর তিনি প্রতিকার চান। তিনি বলেন, নিরাপদে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হলে তিনি বিজয়ী হবেন।